Privacy Policy
গোপনীয়তা নীতি (Privacy Policy)                                                 mohammadbd এ কেনাকাটা করার জন্য আপনাকে স্বাগতম। আমরা আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং গোপনীয়তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই নীতিমালাটি পড়লে আপনি বুঝতে পারবেন আমরা কীভাবে আপনার তথ্য সংগ্রহ ও ব্যবহার করি।

১. আমরা কী কী তথ্য সংগ্রহ করি?

অর্ডার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা আপনার থেকে নিম্নোক্ত তথ্যগুলো সংগ্রহ করি:

  • ব্যক্তিগত তথ্য: নাম, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা।

  • ঠিকানা: পণ্য ডেলিভারি দেওয়ার জন্য আপনার পূর্ণাঙ্গ ঠিকান

২. আপনার তথ্য আমরা কেন ব্যবহার করি?

আমরা আপনার তথ্য মূলত নিচের কাজগুলোর জন্য ব্যবহার করি:

  • আপনার অর্ডার নিশ্চিত করা এবং পণ্য সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়া।

  • অর্ডার সংক্রান্ত কোনো সমস্যা হলে আপনার সাথে যোগাযোগ করা।

  • নতুন অফার, ডিসকাউন্ট বা ক্যাম্পেইন সম্পর্কে আপনাকে জানানো (যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন)।

  • আমাদের ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতারণা রোধ করা।

৩. তথ্য শেয়ারিং (Data Sharing)

আমরা আপনার তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। তবে নিচের ক্ষেত্রগুলোতে আমরা তথ্য শেয়ার করতে পারি:

  • ডেলিভারি পার্টনার: আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর আমরা কুরিয়ার সার্ভিস বা ডেলিভারি কোম্পানির সাথে শেয়ার করি যাতে তারা পণ্যটি আপনার কাছে পৌঁছাতে পারে।

  • আইনি বাধ্যবাধকতা: যদি দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো সরকারি সংস্থা তথ্য চায়, তবে আমরা তা প্রদান করতে বাধ্য থাকতে পারি।

৪. যোগাযোগ

আমাদের এই গোপনীয়তা নীতি নিয়ে আপনার কোনো প্রশ্ন বা অভিযোগ থাকলে সরাসরি যোগাযোগ করুন:

  • হটলাইন: 01824059982

  • ইমেইল: info.bdmohammad@gmail.com

  • অফিস: greencity avashik elaka,demra,dhaka

WhatsApp Chat